সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বিয়ানীবাজারে নৌকা ৩, আওয়ামী লীগ(স্বতন্ত্র) ৩, বিএনপি (স্বতন্ত্র) ২, জামাত (স্বতন্ত্র) ২ চেয়ারম্যান নির্বাচিত

বিয়ানীবাজারে নৌকা ৩, আওয়ামী লীগ(স্বতন্ত্র) ৩, বিএনপি (স্বতন্ত্র) ২, জামাত (স্বতন্ত্র) ২ চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক ◾বিয়ানীবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ৩টি, আওয়ামীলীগ(স্বতন্ত্র) ৩টি, বিএনপির (স্বতন্ত্র) ২ এবং স্বতন্ত্র/জামায়াত ২টি ইউনিয়নে জয়ী হয়েছে।

আজ উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরণের গোলযোগ ছাড়া শান্তি পূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়।নির্বাচনে নৌকার বিজয় এসেছে ৩টি ইউনিয়নে। বাকি ৭টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) ৩, জামায়াত (স্বতন্ত্র প্রার্থী) ২, বিএনপির (স্বতন্ত্র প্রার্থী) ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে জানা গেছে- উপজেলার আলীনগর ইউনিয়নে আহবাবুর রহমান খান শিশু (আ.লীগ), চারখাই ইউনিয়নে হোসেন মুরাদ চৌধুরী (আওয়ামী লীগ স্বতন্ত্র), দুবাগে জালাল আহমদ (আওয়ামীলীগ স্বতন্ত্র), শেওলায় বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন (আ.লীগ), কুড়ারবাজারে তুতিউর রহমান তোতা (আওয়ামীলীগ স্বতন্ত্র ), মাথিউরায় মো. আমান উদ্দিন (আ.লীগ), তিলপাড়ায় বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান (স্বতন্ত্র/বিএনপি), মোল্লাপুরে বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান (স্বতন্ত্র/বিএনপি), মুড়িয়ায় ফরিদ আল মামুন (স্বতন্ত্র/জামায়াত) ও লাউতায় দেলোয়ার হোসেন (স্বতন্ত্র/জামায়াত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।