মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
আমেরিকায় পুলিশের গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত

আমেরিকায় পুলিশের গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত

নিউজ ডেস্ক ◾আমেরিকার মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে পুলিশের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আতিকুর রহমান (১৯) নামের এই যুবকের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামে। তার পিতার নাম ময়নুল ইসলাম। ঘটনাটি ঘটে ১২ এপ্রিল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে।

জানা যায়, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা-মা সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে।তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি।ভয় পেয়ে তার মা-বাবা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ীর ভেতর আশ্রয় নেন।৯১১ এর ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এতে সে কর্ণপাত করেনি। সে অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করে।এসময় পুলিশ তাকে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

ময়নুল ইসলামের পরিবারটি প্রায় ৫ বছর যাবত ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আসে।
এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
উল্লেখ্য,গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্কে ১৯ বছরের যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।