শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
পলাশ আফজাল এর কবিতা

পলাশ আফজাল এর কবিতা

বদলে গেছে
– পলাশ আফজাল

ছাত্র-ছাত্রীরা বই পড়েনা
পাশ করে হুজুগে।
মুরগি এখন ডিম পাড়েনা
বই পড়ে সুযোগে।

বই পড়াটা কঠিন এখন
পাশ করাটা ইজি।
ছাত্রছাত্রী নেটের নেশায়
হরহামেশা বিজি।

মুরগি ভাবে ডিম পেড়ে
লাভ কি আর আছে?
তথ্য প্রযুক্তির এই যুগে
ডিম থাকে পাশে।

বই নিয়ে ব্যস্ত মুরগি
মনে মনে কয়।
বইয়ের নেশা ছেড়ে দিব
যদি মোবাইল হয়।

মোবাইল এসে বদলে দিছে
খুব সহজে সবই।
অতীত এখন হয়ে গেছে
কাশবনের ছবি!

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।