শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জেলের পেট থেকে ২ দিন ২ ফুট ১ ইঞ্চি লম্বা জ্যান্ত কুচিয়া উদ্ধার করল ওসমানী হাসপাতাল

জেলের পেট থেকে ২ দিন ২ ফুট ১ ইঞ্চি লম্বা জ্যান্ত কুচিয়া উদ্ধার করল ওসমানী হাসপাতাল

নিউজ ডেস্ক ◾মাছ ধরতে গিয়ে পায়ুপথ দিয়ে পেটে ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ প্রবেশ করে এক জেলের।অতঃপর অস্ত্রোপাচারে জ্যান্ত মাছ উদ্ধার করল ওসমানী হাসপাতাল!

সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে অস্ত্রোপচার করে মানুষের পেট থেকে আস্ত জ্যান্ত একটি কুচিয়া মাছ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।

অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

২৩ মার্চ মৌলভীবাজারের হাইলা বিলে মাচ ধরতে যান স্থানীয় জেলে সম্রামুন্ডা(৫৫)।দুই হাত দিয়ে ২ টি কুচিয়া মাছ ধরলে এক পর্যায়ে ২টিই হাত থেকে ছিটকে পড়ে। তার মধ্যে একটি তার পায়ুপথ দিয়ে পেটে ঢুকে যায়।

২৪ মার্চ লোকটি এসে হাসপাতালে ভর্তি হলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট জীবিত অবস্থায় বের করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।