মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সুনামগঞ্জ জেলার তাহিরপুর বারেক টিলা এলাকা থেকে ৭৭০ পিস ইয়াবাসহ ১ ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব ৯। এ সময় তার কাছে থেকে ৭৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জানা যায়, শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩(সুনামগঞ্জ কোম্পানির) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার বারেক টিলা এলাকায় লে. কমান্ডার ফয়সাল ও এএসপি মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে ৭৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক প্রয়াত রোরেন্দ্রো ডি.শীরার পুত্র অ্যান্ড্রিও এন মারাক (২২)। তাকে জব্দকৃত আলামতসহ মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।