মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : প্রতিদিনের মতোই বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে খেলছিল পাঁচ বছরের শিশু রাফসান। অন্যান্য দিনের মতো খেলাধুলা করলেও বুধবার সকালে ছিল বাড়িভর্তি মানুষ। এসব মানুষ প্রতিপক্ষের হাতে নিহত হওয়া রাফসানের বাবা জিল্লুর রহমানকে দেখতে এসেছিলেন। বাবা যে আর বেঁচে নেই সেদিকে খেয়াল নেই রাফসানের। খেলায় ব্যস্ত সে।
বুধবার সকালে কুমিল্লা নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে স্ত্রী-সন্তানের সামনে জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত জিল্লুর একই এলাকার বাসিন্দা।
রাফসান ছাড়াও জিল্লুর রহমানের আরো দুই ছেলে রয়েছে। এর মধ্যে ১০ বছর বয়সী রেদওয়ান মাদরাসার ছাত্রাবাসে রয়েছে। বড় ছেলে রায়হান চৌধুরী ভিক্টোরিয়া কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
এদিন সকালে রাফসানদের বাড়ি গিয়ে দেখা গেছে, ছেলে হারিয়ে বিলাপ দিচ্ছেন মা আর চোখের সামনে স্বামীর মৃত্যু দেখে আহাজারি করছেন স্ত্রী। তবে শিশু রাফসান ব্যস্ত খেলাধুলায়।
রাফসান জানায়, তাদের বাড়িতে আজ মিলাদ। সব আঙ্কেলরা এসেছেন। অনেক মোটরসাইকেলও আছে, যেখানে সে চড়তে পারবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।