সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
৫ উপায় কিভাবে মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়াবেন

৫ উপায় কিভাবে মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়াবেন

দর্পণ ডেস্ক : অনেক সময়েই দ্রুত গতির ইন্টারনেট থাকলেও মোবাইলে আমরা ইন্টারনেটের ভালো স্পিড পাই না। কিছু ছোট বিষয়ে খেয়াল রাখলে আমাদের মোবাইলের ইন্টারনেটের গতি বাড়তে পারে। আসুন জেনে নেই সেইসব উপায়।

১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন।
২. মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
৩. মোবাইলের ‘ক্যাশড ডাটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।
৫. সর্বশেষে আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।