শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামে ত্রিশোর্ধ্ব এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ওই নারী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি জানান, ওই গ্রামের আব্দুল মতলিবের পুত্র জলফু মিয়া প্রায়ই তাকে উত্যাক্ত করতো। ওই দিন তার স্বামী ফজলুল হক বাড়ি না থাকার সুযোগে জলফু তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে। স্থানীয় লোকজন এসে ওই লম্পটকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।