বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন কবি নূরুদ্দীন রাসেল

সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন কবি নূরুদ্দীন রাসেল

ডেস্ক রিপোর্ট :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সিলেটের বহুল প্রচারিত ও জনপ্রিয় সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন কবি নূরুদ্দীন রাসেল।

নূরুদ্দীন রাসেল তরুণ বয়সে ২০০০ সালে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িত হয়ে ছড়া,কবিতা,গল্প,প্রবন্ধ,ফিচার ও কলাম লেখালেখি শুরু করেন।২০০১ সালে সিলেটের জনপ্রিয় দৈনিক মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়ে দীর্ঘদিন যাবৎ সফলভাবে দায়িত্ব পালন করেন।তাছাড়া ক্রমান্বয়ে কর্মজীবনে তিনি সাপ্তাহিক সময়ের ডাক এর চীফ রিপোর্টার,জাতীয় দৈনিক বাংলার বার্তা’র সিলেট ব্যুরো প্রধান ছিলেন ও বর্তমানে জনপ্রিয় আইপি চ্যানেল বায়ান্ন টেলিভিশন এর প্রধান বার্তা সম্পাদক,ডেইলি স্বর্ণালী দিন ডটকম,স্বরবর্ণ ডটকম এবং বাংলার আওয়াজ টুয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক,সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস এর ব্যবস্থাপনা সম্পাদক,সাহিত্য পত্রিকা সাপ্তাহিক স্বর্ণালী দিন এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও কাজ করছেন,যদিও এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে নিয়মিত ছিল।

এছাড়াও তিনি বার্তা সংস্থা বিএনএস,সিলেট টুয়েন্টি ফোর নিউজ ডটকম,মীম টিভি ইউএসএ,এক্সপ্রেস টাইমস্ টুয়েন্টি ফোর ডটকম,জাতীয় দৈনিক আমার সংবাদ,দৈনিক উন্নয়ন বার্তা,সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,সাপ্তাহিক অপরাধ বিন্দু,সাপ্তাহিক বর্তমান সময়,সাপ্তাহিক চত্বর-সহ বিভিন্ন জাতীয় ও স্হানীয় পত্রিকায় অতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।সরকারি ভাবে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে কয়েকবার সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় অংশ গ্রহণ করে ট্রেনিং করেন।

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদের সদস্যও ছিলেন।তাছাড়াও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিস্টাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতি,বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি, কাব্য মিডিয়া’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,শিশুকল্যাণমূলক সংগঠন “শিশুস্বপ্ন” সংগঠনের নির্বাহী পরিচালক,বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি,বাংলাদেশ শিশুমেলা সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি জাতীয় সাহিত্য সম্মেলন ও ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য ও সংস্কৃতির উপর বেশ কয়েকবার সম্মাননা পদক,ক্রেস্ট,সার্টিফিকেট সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।বাংলাদেশ পোয়েটস্ ক্লাব ও বাংলাদেশ পল্লী সাহিত্য গবেষণা পরিষদ এর আয়োজনে সিলেট লোক সাহিত্য উৎসব,সিলেট সাহিত্য উৎসবে বিভিন্ন সালে ছড়া,কবিতা,অভিনয় ও রচনা প্রতিযোগিতায় বিশেষ পুরস্কারে ভূষিত হন।বাংলাদেশ পোয়েটস ক্লাবের নিয়মিত সাহিত্য পর্যটনে তিনি দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ান ও প্রাসঙ্গিক বিষয়ে বিশ্ব পর্যটক ইবনে বতুতা,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য সম্মাননা পদক লাভ করেন।বেশ কিছু ছোট/বড় সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন এবং তাঁর রচনায় “অশ্রু বিসর্জন”, “শেষ দেখা” “পথশিশু” নীল স্রোত ” নামে চারটি জনপ্রিয় উপন্যাস প্রকাশিত হয়।সাহিত্যের ছড়া ও কবিতা’র কিছু লিটল ম্যাগ বাহির করেন।এফবি ভিত্তিক ধারাবাহিক “মুসাফির” লেখনি দিয়েও তিনি দর্শকদের হৃদয়ে ভিন্ন আঙ্গিকে নজরে আসেন।মঞ্চ অভিনয় সহ তিনি “ক্ষুধার্ত” নামে একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।আগামীতেও তার আরো বেশ কয়েকটি নাটক তৈরি চলমান রয়েছে।

বৈচিত্র্যময় সিলেট পত্রিকায় তাঁর নিয়োগে কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।