আজ ৩০মে রোববার ভোর ৪ টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।তবে কোথাও কোনো ক্ষয় ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৭ বার ভূমিকম্পের ফলে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গতকাল ভূমিকম্পে সিলেট নগরীর পনিটুলা এলাকায় দুটি বহুতল ভবনে হেলে পড়েছে। রাতে ওই এলাকা পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।মেয়র হেলে যাওয়া ভবন থেকে সবাইকে রাতের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।এবং আজ থেকে নগরীর ঝুঁকিপুর্ণ ভবন সমুহে অভিযান পরিচালনা করার ঘোষণা দেন।