শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
২৫ হাজার দর্শকব দেখার সুযোগ পাচ্ছেন বক্সিং ডে টেস্ট

২৫ হাজার দর্শকব দেখার সুযোগ পাচ্ছেন বক্সিং ডে টেস্ট

দর্পণ ডেস্ক : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর যে টেস্ট ম্যাচ শুরু হয় তা বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিত। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্টে ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ভিক্টোরিয়া প্রদেশের ক্রীড়ামন্ত্রী পাকুলা মো বলেন, ভিক্টোরিয়ান সরকার এমসিসিতে বক্সিং ডে টেস্টে ২৫ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে। দর্শকরা যাতে করোনা থেকে সুরক্ষা পান সে জন্য অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল।

২৭ নভেম্বর ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজ। ১৫ জানুয়ারি চার ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হয়ে শেষ হবে ১৯ তারিখ। দীর্ঘ দুই মাসের সফর শেষে এর পর দেশে ফেরার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।