শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
কাল থেকে আগের অবস্থায় ফিরছে গণপরিবহন

কাল থেকে আগের অবস্থায় ফিরছে গণপরিবহন

আগামিকাল (১লা সেপ্টেম্বর) থেকে আগের অবস্থায় ফিরছে গণপরিবহন। শর্ত সাপেক্ষে সব সিটে যাত্রী নিয়ে চলাচল করবে বাস। পূর্ণ যাত্রী নেয়ায় ভাড়া নেয়া হবে আগের। করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নিয়ম করে দেয় সরকার। যাত্রী কম নেয়ায় ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল। যাত্রীরা বাড়তি ভাড়া দিলেও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই এবার স্বাভাবিক করে দেয়া হচ্ছে গণপরিবহন।
 
শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১লা সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হবে বলে জানান তিনি। কোভিড-১৯ এর বিস্তার রোধে ৬৬ দিনের লকডাউন শেষে গত ১লা জুন থেকে শর্তসাপেক্ষে বাস চলাচল শুরু হয়। তিন মাস পর আগের ভাড়ায় ফেরার ক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
 
গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকেট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনা যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।