শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
হবিগঞ্জে শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ

হবিগঞ্জে শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ

দর্পণ ডেস্ক : শ্রমিক নেতাকে ট্রাফিক পুলিশের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে সিএনজি শ্রমিকদের অবরোধ চলছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১১ টা থেকে হবিগঞ্জ শহরের শায়েস্তা নগর সিএনজি স্টেশন এলাকায় প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার ওসি মাসুক আলীসহ ট্রাফিক ইন্সপেক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উভয় পক্ষে বৈঠক চলছে।

সম্প্রতি জাকির নামে হবিগঞ্জ জেলা সিএনজি সমিতির যুগ্ম সম্পাদককে মারপিট করে ট্রাফিকের এসআই খলিল। এর প্রতিবাদে এ অবরোধ।

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর অরুন বিকাশ দেওয়ান জানান, রাস্তা বন্ধ ছিল এখন স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে। শ্রমিককে মারধর করার কথা শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।