শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবীতে বিয়ানীবাজারের চরিয়ায় প্রতিবাদ সভা

অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবীতে বিয়ানীবাজারের চরিয়ায় প্রতিবাদ সভা

দর্পণ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার চরিয়া গ্রামবাসী নিজেদের রক্ষা করার জন্য অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে এক প্রতিবাদ সভা করেন।

উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় স্থানীয় আব্দুল হাদি সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল ফয়েজ নানু, ছদরুল ইসলাম, দুবাগ ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন মেম্বার, রুবেল আহমদ ও চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির পারভেজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নদী ভাংগনের ফলে ইতিমধ্যে স্কুল, ডাকঘর, জামে মসজিদ সহ ফসলি জমি বিলীন হয়ে গিয়েছে। নদী ভাংগন রোধে সরকার ২কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। ব্লক নির্মান কাজ চলছে। কিন্তু বালু উত্তোলনের ফলে সেটিও ঝুঁকিতে রয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।