সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
লিবিয়ায় পুলিশের গুলিতে বিয়ানীবাজারের আমিনুল নিহত

লিবিয়ায় পুলিশের গুলিতে বিয়ানীবাজারের আমিনুল নিহত

নিউজ ডেক্স ▪️ ইউরোপ যাওয়ার স্বপ্ন নিমিষেই পুলিশের গুলিতে শেষ। লিবিয়ার জেলে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হয় আমিনুল ইসলাম (২২)। সে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির আব্দুল্লাপুর শাজিপাড়া এলাকার আলা উদ্দিন এবং সুফিয়া বেগম দম্পতির পুত্র। রোববার (২ জানুয়ারি) সেখানে বসবাসরত পরিচিত এক যুবকের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

জানা যায়, বছরখানেক আগে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমায় আমিনুল। গত ৩ মাস পূর্বে ইতালিতে যাওয়ার জন্য ‘গেইমে’ উঠার সময় সে লিবিয়ার পুলিশের কাছে আটক হয়। তখন থেকে পরিবারের সাথে তার কোন যোগাযোগ নেই, সে নিখোঁজ ছিলো।

২ জানুয়ারি রোববার বেলা দু’টায় লিবিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এক যুবক তার পরিবারের কাছে জানান, ৪-৫ দিন পূর্বে লিবিয়ার জেল থেকে কয়েকজন পালাতে চাইলে পুলিশ গুলি ছোঁড়ে। এ দলে আমিনুলও ছিল। এজন্য পুলিশের ছোঁড়া গুলিতে সে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।