সোমবার, ২০ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রী ফ্রন্ট গঠিত হয়েছে

বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রী ফ্রন্ট গঠিত হয়েছে

নিউজ ডেস্ক :: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে গতকাল ৯জুন রাত সাড়ে নয় টা থেকে এগারো টা পর্যন্ত সময়ে WWW POETS CLUB online group video conference room এ বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারীর পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মিটিং এ
সর্ব সম্মতি ক্রমে বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রস্তাবিত “বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রী ফ্রন্ট ” নামে একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়।

সভায় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে চেয়ারম্যান
মনোনীত করে কবি শক্তিময় দাশ ও কবি সিরাজুল করিম এবং কবি লিয়াকত আলী কে উপদেষ্টা নির্বাচিত করে চারজন কে কো-চেয়ারম্যান এর দায়িত্ব প্রধান করা হয়।
কো-চেয়ারম্যান গণ হলেন কবি বরুণ চক্রবর্তী কলকাতা, কবি ফাইজুর রহমান লন্ডন, কবি হাসান আলী নিউইয়র্ক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী ঢাকা,
সভায় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রস্তাবে এবং
হাসান আলীর সমর্থনে সর্ব সম্মতি ক্রমে বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী (কো-চেয়ারম্যান)কে
চীফ কো-অর্ডিনেটর পদে নির্বাচিত করা হয়।

তাছাড়া প্রাথমিক পূর্ণাঙ্গ কমিটি হলো, চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী,উপদেষ্টা কবি শক্তিময় দাশ,কবি সিরাজুল করিম,কবি লিয়াকত আলী,কো-চেয়ারম্যান ও চীফ কো-অর্ডিনেটর,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী,কো-চেয়ারম্যান,কবি বরুণ চক্রবর্তী,কবি ফাইজুর রহমান,কবি হাসান আলী।

মহাসচিব প্রফেসর ড শহীদুল্লাহ আনসারী,যুগ্ম মহাসচিব কবি দেলোয়ার মুহাম্মদ (ইতালি),কবি তাপসী ভট্টাচার্য কলকাতা,
কবি লুৎফুর রহমান চৌধুরী লন্ডন,কবি জেসমিন আখতার নিউইয়র্ক,কবি আনোয়ারা খানম,কবি মির্জা আশরাফুল ইসলাম,কবি নাহিদ রোকসানা,আইন সচিব এডভোকেট মোশতাক আহমেদ,সাংগঠনিক সচিব কবি তন্ময় হারিস,যুগ্ম সাংগঠনিক,কবি ফাতেমা ইসরাত রেখা,সচিব কবি তাপসী ভট্টাচার্য্য,কবি শাহাদাৎ চৌধুরী,কবি আফরোজা নীলা,কবি মধুমিতা বসু,কবি সুপ্রিয় কুমার বড়ুয়া,কবি মাশুক মারুফ লন্ডন,সাংস্কৃতিক সচিব ঢালী মোহাম্মদ দেলোয়ার,যুগ্ম সাংস্কৃতিক সচিব ঝিমলি চক্রবর্তী তৃণা,কন্ঠ শিল্পী জুবায়দা খানম,আলাউদ্দিন কাওয়াল চট্টগ্রাম,দপ্তর সচিব কবি জালাল উদ্দিন আহম্মেদ,যুগ্ম দপ্তর সচিব,কবি আব্দুল হামিদ সরকার,কবি ইভা আলমাস,কবি নীতা মুখার্জী ( কলকাতা),কবি শামসুন্নাহার রুবাইয়া,কবি নাহিন শিল্পী,কবি নাসরীন জাহান রীণা,প্রচার সচিব নবাব সালেহ আহমেদ,যুগ্ম প্রচার সচিব,কবি অমিতাভ চক্রবর্তী,কবি রুহুল আমিন বাদল,বাচিক শিল্পী মিতু আক্তার,কবি পলাশ আফজাল।

তাছাড়া নির্বাহী সদস্য-কবি আখম সিরাজুল ইসলাম,কবি ইয়াসমিন আরা রানু,কবি ড. বদরুদ্দোজা,কবি ড এস এম ফরিদ,কবি মঈনুদ্দিন কাজল,কবি লায়েক আহমেদ নোমান
কবি সুবর্ণা অধিকারী,কবি হাসিনা মমতাজ,কবি আতাউল ইসলাম সবুজ,কবি হৃষীকেশ রায় শংকর,কবি ধ্রুব গৌতম,
কবি তালুকদার হালিম,কবি বিশ্বজিৎ সেন,কবি মনির উদদীন নজরুল,কবি মহিউদ্দীন চৌধুরী,কবি জাহানারা মাহবুব,কবি হামিদুল ইসলাম আজম,কবি জহিরুল ইসলাম জাহাঙ্গীর,
কবি লায়লা আরজুমান শিউলী,কবি আহমেদ ফখরুদ্দিন
কবি বিলকিস খানম কাজল,কবি সাজ্জাদ হোসেন।

সভায় আগামী এক মাসের মধ্যে খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য পরবর্তী মিটিং আগামী সপ্তাহে আহবান করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে মোহাম্মদ ছয়েফ উদ্দিন,
খন্দকার মাহবুব ই এলাহী,মনিরুল ইসলাম সেলিম,দীপান্বিতা বসু সরকার,কবি আলেয়া চৌধুরী,শামসুন নাহার,অজিত কুমার রায়,আফরোজা খান,তানিয়া সুলতানা,সুরাইয়া পারভীন
কবি ইকবাল চৌধুরী,মো. আব্দুন নূর,কবি অলকা দেবী শিলা
গীতিকার চন্দ্র বড়ুয়াকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, যারা নতুন সদস্য হতে আগ্রহী তারা সাধারণ সদস্য পদের জন্য সরাসরি অথবা যে কোন সদস্যের মাধ্যমে নাম প্রস্তাব করতে পারবেন।পরবর্তী মিটিং এ তাদের সদস্য পদ অনুমোদন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।