মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে উপজেলায় তৎপর ছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিনব্যাপী উপজেলায় যৌথ মহড়া, সচেতনমূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে।
গেল কয়েকদিন ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র।
খোলা হয়নি কাঁচা ও নিত্যপণ্য, জরুরি ওষুধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান।
সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া কোন যানবাহন চলেনি। সরকারি-বেসরকারি অফিস ও বন্ধ ছিল। ইফতারির জন্যে কিছু খাবার হোটেল খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।