শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেটের দুই ল্যাবে নতুন করে আরো ১০৬ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে সিলেটে খেলে যাওয়া দক্ষিণ আফ্রিকার পাঁচ প্রমীলা ক্রিকেটারের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সোমবার ওসমানী মেডিক্যাল কলেজে পাঁচ প্রমিলা ক্রিকেটারসহ ২৪ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে ৮২ এবং বক্ষব্যাধি হাসপাতালে ১৯ জনের করোনা শনাক্ত করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার প্রমীলা ক্রিকেট টিমের ৫ সদস্য রয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।