মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক ; গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, পুলিশ নিয়ে অনেক সমালোচনা হয়। কিন্তু আমি বলবো, এই সরকার যেসব কর্মকাণ্ড করছে এতে সব পুলিশের সম্মতি নেই। অনেকে এ সরকারকে দেখানোর জন্য মানুষের ওপর অত্যাচার করছে। কিন্তু সব পুলিশ সরকারের পক্ষে নেই। আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের ভুল ভয়-ভীতি দেখিয়ে কোন কিছু করা সম্ভব না।
তিনি বলেন, সরকার যতই চেষ্টা করুক ইতিহাস বিকৃতি করতে, ইতিহাস থেকে মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলে দিতে কিন্তু এগুলো কখনোই সম্ভব না। এ সরকারের পতন আসবেই। যারা নেতৃত্ব দিয়ে সামনে আসবে তাদের মাধ্যমেই এ সরকারের পতন হবে।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, হেফাজতে ইসলামের সব কাজে আমি এগ্রি করি না। কিন্তু এই জালিম সরকারের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের পেছনে সবাই যেতে রাজি আছে। যারাই রাজপথে নামছে তারা আমাদের সবার অধিকার রক্ষা করছে। আমাদের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য চেষ্টা করছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।