মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: গোলাপগঞ্জে এহতেশামুল হক শাহীন (৪৫) নামে যুবলীগ নেতা ও ব্যবসায়ী অজ্ঞাত দুবৃত্তদের হাতে খুন হয়েছেন।
রবিবার দিবাগত রাত দেড় ঘটিকার সময় হাজিপুর লরিফর রাস্তার মধ্যবর্তী স্থান জনবসতি শূন্য এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন ঢাকা থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ীর নিকটে সন্ত্রাসী হামলার শিকার হন।
হেতিমগঞ্জ বাজারে হাছিবা ট্রেডার্স নমে একটি চালের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেনতিনি।শাহীন দুই শিশু পুত্র সন্তানের জনক। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান। তবে এখন পর্যন্ত ঘটনার কোন কারণ জানা যায়নি। পুলিশ মাঠে তৎপর রয়েছে বলে তিনি জানান।
এহতেশামুল হক শাহীন উপজেলার হাজিপুর লরিফর গ্রামের মৃত হাজী আব্দুল হকের ছেলে। পাঁচ ছেলের মধ্যে শাহীন ছিলেন তৃতীয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।