শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারী) দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫) এবং সদর ইউনিয়নের বিরাট মুন্সিহাটি গ্রামের মৃত নানু মিয়ার ছেলে কাওছার মিয়া (৫০)।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরী গ্রাম সংলগ্ন মনিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে জুয়ার আড্ডা বসায় এলাকার চিহ্নিত জুয়ারিরা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা দৌঁড়ে পালিয়ে যায়। একই সময় দুই জুয়ারিকে আটক করা হয়।
পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁনের আদালতে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।