মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার রায়পাড়া থেকে ২৩ বোতল ফেন্সিডিলসহ উজ্জল রায় নামের এক মাদকসেবীকে আটক করেছে হবিগঞ্জের ডিবি পুলিশ।
সে জগদীশপুর গ্রামের রঞ্জন রায়ের ছেলে ও সিলেট পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউটের ছাত্র।
রোববার (৩১ জানুয়ারী) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিত্তে ডিবির উপ-পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক(এসআই) মোজাম্মেল সত্যতা নিশ্চত করে বলেন, আমাদের উদ্দেশ্য ছিল অন্য একজনকে আটক করার। কিন্তু এ সময় উজ্জলকে ২৩ বোতলসহ আটক করা হয়েছে। এখানো মামলা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।