মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : করোনা মহামারীর কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের সব পরীক্ষার্থীকে পাস করানোয় সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অটো পাস আর জিপিএ-৫ ছড়াছড়ির এমন নজির পৃথিবীতে নেই।’
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পৃথিবীতে নজিরবিহীন মিডনাইটের অটো এমপিদের সংসদ যেমন আর নেই, তেমনিভাবে তারা এবার অটো পাস আর জিপিএ ৫-এর ছড়াছড়ি দেখালেন সেটির নজিরও পৃথিবীতে নেই।
‘মিডনাইট নির্বাচন করে ক্ষমতা জবরদখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটো পাস দিলেন কোমলমতি ছাত্রছাত্রীদের।’
প্রসঙ্গত গত শনিবার বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়।
এবার এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
গতবার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২। সে হিসাবে এবার জিপিএ-৫ বেড়েছে এক লাখ ১৪ হাজার ৫২১।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।