মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ অপরাহ্ন
মিজান মোহাম্মদ : হবিগঞ্জের নবীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বন্ধুচক্র সাহিত্য সংসদ’ উদ্যোগে গতকাল ১২ ডিসেম্বর রাতে নবীগঞ্জের তিমিরপুরে এক সাহিত্য আসরের আয়োজন করা হয়।
ছড়াকর্মী নুরুজ্জামান তালুকদার সজিবের সঞ্চালনায় সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সুহানোর রহমান শুভ। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ সাদিকুর রহমান শিশু।
আসরে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ নেতা সুহেল আহমেদ, বন্ধুচক্র মুরুব্বি পরিষদের সদস্য কবি মোহাম্মদ আলী বাহার, নাহিদুজ্জামান ইমন, শাকিল তালুকদার, বন্ধুচক্রের মিনি সাইক্লোন দলের সদস্য মোঃ শাহান মিয়া, সোহানোর রহমান, শেখ নাজির রহমান ও জীবন প্রমুখ।
অনুষ্টানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বন্ধুচক্রের মিনি সাইক্লোন এর সদস্য বাবলু তালুকদার।
সংগীত পরিবেশন করেন বন্ধুচক্রের বিহঙ্গ এর সদস্য মুস্তাকিম খান। কবিতা আবৃত্তি করেন বন্ধুচক্রের বিহঙ্গ’র সদস্য আরিফ খান।
আসর পরিশেষে বন্ধুচক্র সাহিত্য সংসদ’র পক্ষ থেকে বিশিষ্ট দানশীল ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাদিকুর রহমান শিশুকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।