মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানার বেসরকারি রয়েল হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির বাবা জানান, ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে সোমবার সকালে শিশুটিকে রয়েল হাসপাতালে আনা হয়। এরপর দীর্ঘক্ষণ পার হলেও বিশেষজ্ঞ কোনো চিকিৎসক দেখতে আসেননি। এতে অবস্থা আরো খারাপ হওয়ায় বিকেলে শিশুটিকে অন্যত্র নিতে চাইলে বিল পরিশোধের শর্তে তর্কে জড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যেই শিশুটি মারা যায়।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, চিকিৎসকের অবহেলায় একটি শিশুর মৃত্যুর অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।