মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক :বিয়ানীবাজার উপজেলার দুবাগে বালু উত্তোলনের প্রতিবাদে আজ বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় দুবাগ বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুস্টিত হয়।
জানাযায়, দুবাগের একটি চক্র দীর্ঘদিন থেকে কুশিয়ারা নদীর বিভিন্ন চর থেকে বালু উত্তোলন করে আসছে।যার ফলে কুশিয়ারা পারের চরিয়া ও নয়া দুবাগের স্কুল, মসজিদ ও কবরস্থান সহ বসত বাড়ি বিলিন হচ্ছে। সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
আজ দুবাগ বাজারে মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম শামিম। বক্তব্য রাখেন পলাশ আফজাল, তাওফিক মাহমুদ চৌঃ,বাবুল হোসেন চৌঃ ও আব্দুল কাদির প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।