শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন
মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানার কর্মরত অবস্থায় ওসি (অপরেশন) থেকে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হলেন আমিনুল ইসলাম। গত ২১ অক্টোবর থেকে তদন্ত ওসি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এ সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান। জানাযায়, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আমিনুল ইসলাম। তিনি ২০১৩- ২০১৬ পর্যন্ত মৌলভীবাজার সদর থানার
সেকেন্ড অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৭- ২০১৯ পর্যন্ত সুনামগঞ্জ ডিবিতে সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। পরে আবার পদোন্নতী পেয়ে ইন্সপেক্টর হয়ে গত ৩ ডিসেম্বর ২০১৯ ইংরেজী তারিখে নবীগঞ্জ থানায় ওসি
(অপারেশন) হিসাবে যোগদান করেন।
নবীগঞ্জ থানায় যোগদানের পর সাহসী ভূমিকা নিয়ে গাজাঁ, মদ,পলাতক সহ বিভিন্ন হত্যা মামলার আসামীকে গ্রেফতার, দাঙ্গা-হাঙ্গামা ও মহামারি করোনাকালীন সময়ে নিরলস ভাবে কাজ করে সুনাম বয়ে আনেন। পরে গত ২১ অক্টোবর ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ মাধবপুর পুলিশ ফাঁড়িতে বদলি হলে অপারেশন আমিনুল ইসলাম নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন
করছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।