মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জানান, যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দেয়া হবে।
র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিনহা হত্যার তদন্তের অগ্রগতি আছে। ইতিবাচক অগ্রগতি আছে। আমরা হয়তোবা শিগগিরই এটার একটা নিষ্পত্তি করতে পারব। আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হবে।’
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।