মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
কবি এম আর মনজু’র সমসাময়িক কবিতা “কিশোর গ্যাং

কবি এম আর মনজু’র সমসাময়িক কবিতা “কিশোর গ্যাং

কিশোর গ্যাং
এম.আর.মনজু

ধেয়ে আসছে কিশোর গ্যাং
তাদের বড়োই লম্বা ঠ্যাং
গড ফাদারের মাদক পেয়ে
লাফায় ত্যাঙর ত্যাঙ-
ওরা কিশোর গ্যাং ।

তারা কিশোর গ্যাং
খাঁড়া তাদের চ্যাং
নারী দেখেই ধর্ষণেতে
মাতে ত্যাঙর ত্যাঙ
ওরা কিশোর গ্যাং ।

ওদের এবার থামাও
মাথাটাকে ঘামাও।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি