মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কালো বাজারির মাধ্যমে পাচার করার সময় ১০ বস্তা চালসহ দুই জনকে আটক করছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার শ্রীপুর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাওঁ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আলাল মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের ময়াজ্জিমপুর গ্রামের মৃত প্রমেসরের ছেলে প্রভাত সরকার (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারির মাধ্যমে পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ বস্তা চাল জব্দ করে পুলিশ। পরে এর সঙ্গে জড়িত থাকার অপরাধে আলাল ও প্রভাত সরকার নামে দুইজনকে আটক করে পুলিশ।
তাহিরপুর উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এসিল্যান্ড সৈয়দ আমজদ হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের চাল সহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরোদ্ধে তাহিরপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্ততি চলছে।
তিনি বলেন, ভবিষ্যতেও অনুরুপ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।