মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে : সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার ৪ নং আসামী রবিউল ইসলামকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে নবীগঞ্জের ইনাতগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ সুপার শেখ সেলিমসহকারে একদল ডিবি পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ-আগনা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষণ মামলার ৪ নং আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।
রবিউল ইনাতগঞ্জের নিজ আগনা গ্রামে মৃত আমজত উল্লার পুত্র বাবুল মিয়ার বাড়িতে বাড়িতে সে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে,আমাদের ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।