মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেমন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত জবেদা বেগম সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী।
শনিবার দুপুরে শহরের শনির আখড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জবেদা বেগম ও তার এক আত্মীয় শনিবার সকালে ডাক্তার দেখাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটম ইজিবাইকের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। তিনি বলেন- লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।