মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
মিজানুর রহমান,(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসকদের করোনা সংক্রমন থেকে সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই বিতরন করলেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মুঞ্জুরুল আলম মোহন।
আজ রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েলের নিকট ৩৭ টি পিপিই হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডাঃ সুশান্ত কুমার সরকার, আউটডোরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ ভুবন মোহন দেবনাথ।
অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল চিকিৎসকদের সুরক্ষার জন্য পিপিই প্রদান করায় মত এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানান। পিপিই প্রদান কালে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডাঃ আসাদুল্লাহ গালীব, যুবলীগ নেতা রবিউল ইসলাম লিটন, সংগ্রাম দাস, প্রভাষক আব্দুল হাই, আদম শেখ প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।