মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বিয়ানীবাজারে বালুভরা ট্রাক উল্টে খাদে

বিয়ানীবাজারে বালুভরা ট্রাক উল্টে খাদে

বিয়ানীবাজার থেকে (অলিউর রহমান) : সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের খসা দিঘিরপার এলাকায় ওভারটেক করার সময় রাস্তার কিনারা ভেঙ্গে ট্রাক উল্টে খাদে পরে যায়। ঘটনাটি আজ দুপুর একটার দিকে ঘটে।

দুুুর্ঘটনার সময় ট্রাকেে চালক ও একজন হেলপার সহ দুজন লোক ছিলেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উভয় সুস্থ অবস্থায় গাড়ি থেকে বের হয়েছেন বলে স্থানীয় ভাবে জানা যায়। গাড়িতে থাকা বালি খালে পড়ে যায় এবং ট্রাক এখনো উল্ট অবস্থায় রাস্তার পাশে পাড়ে আছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি