শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন:লোকমান,সবুর ও সুলতানার বিজয়

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন:লোকমান,সবুর ও সুলতানার বিজয়

নিউজ ডেস্ক ◾জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফলে ৭৭টি ভোটকেন্দ্রে আবারও বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৬৬ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১৬ ভোট। জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭১৩ ভোট ও জাপা নেতা আব্দুল শুক্কুর পেয়েছেন ৪ হাজার ১৯০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৯০ ভোট।তাছাড়া আজমল হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৫২, প্রবাসী ফারুক লস্কর টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৪৭৩ ভোট পান।

নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সুলতানা বেগম। তিনি ফুটবল প্রতীকে ৩০ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মাজেদা রওশন শ্যামলী ২৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।

বেসরকারিভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।