মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
দর্পণ ডেক্স: সুনামগঞ্জের মধ্যনগরে ৩৮তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চার জন। এজন্য মধ্যনগরবাসী নিজেদের গর্বিত মনে করছে।তারা সামাজিক মাধ্যমে তাদের আলোকিত সন্তানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।তাদের এ সাফল্যে এলাকাবাসী আনন্দিত হয়েছেন।
যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা হলেন সাইদুল ইসলাম সায়েদ, মধ্যনগর বাজার (প্রশাসন)। তপন সরকার রাজ,গলহা (পুলিশ)। ডলি রানী সরকার ঘাসী( পুলিশ)। রাজীব তালুকদার, ঢুলপুসি (শিক্ষা)।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।