মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক ◾কুইন আর কান্ট্রিকে ব্রিটেনের মানুষ ভালবাসে। সেই কুইন ব্রিটেনের ইতিহাসের দীর্ঘতম সময়ের রানী এলিজাবেথ আলেক্সজান্দ্রা মেরি উইন্ডসর বৃহস্পতিবার বিকেলে পাড়ি দিয়েছেন পরলোকে।
ব্রিটেন ও ১৪ টি কমনওয়েলথভুক্ত দেশের রানী দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ অবস্থায় চিকিৎসকদের তত্বাবধানে ছিলেন রানীর স্কটল্যান্ডের এবারর্ডিনের কাছে বালমোরালে তার স্কটিশ এষ্টেটে। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে।
রানী দ্বিতীয় এলিজাবেথ কেবল রানী হিসেবে নন,নানা কারনে তিনি ব্রিটেনসহ বিশ্বজুড়ে দেশে দেশে মানুষের ভালবাসা ও শ্রদ্ধার জায়গা জুড়ে ছিলেন। রাজশাষন না থাকলেও ব্রিটিশ জনগনের ভালবাসার আসনে রানী ছিলেন, সব সময়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।