মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বিয়ানীবাজার সরকারি কলেজের বিতর্কিত গ্যালারি অব একসেলেন্স স্থগিত,অপসারণ করা হলো সকল প্রতিকৃতি

বিয়ানীবাজার সরকারি কলেজের বিতর্কিত গ্যালারি অব একসেলেন্স স্থগিত,অপসারণ করা হলো সকল প্রতিকৃতি

 

অলিউর রহমান (বিয়ানীবাজার থেকে) :সম্প্রতি বিয়ানীবাজার সরকারি কলেজে গ্যালারি একসেলেন্স এর স্হাপন করা হয়েছিল।কিন্তু এটা নিয়ে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে ঝড় ওঠেছিল।অনেকে বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথের কাছে নানা প্রশ্ন তুলে ধরে।

বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সামাজিক মাধ্যমে তার অভিব্যক্তি জানান, ‘তিনি বলেন গ্যালারি অব একসেলেন্স মূলত a2i লিডারশিপ ফর ফিউচার এডুকেশন কর্মশালার আওতায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে করা হয়েছিল।আমার এ শুভ উদ্যোগ নিয়ে বিভ্রান্তি শুরু হোক তা আমি চাই না।আজ থাকে গ্যালারী অব একসেলেন্স এর সকল কাজ স্থগিত করা হলো।এবং গ্যালারিতে স্হান পাওয়া সকল কৃতি ব্যক্তির প্রতিকৃতি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি