শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ অপরাহ্ন
ফারজানা বৃষ্টিঃ ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তারা ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ্রের মায়ের বিদ্বেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীরা হচ্ছেন- জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাম্যবাদী কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, সিলেট জেলা শাখার সভাপতি ছড়াশিল্পী অজিত রায় ভজন, সহ সভাপতি দেবব্রত রায় দিপন, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, জান্নাত আরা খান পান্না, সাধারণ সম্পাদক কবি মিজান মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির জীবন, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত লিটন, কার্যকরী সদস্য- গীতিকবি হরিপদ চন্দ, নাট্যকার বাবুল আহমদ, কবি সুমন বনিক, উপন্যাসিক পলাশ আফজল, কবি আসমা বেগম, মহানগর শাখার সভাপতি কাউন্সিলর নাজনীন আকতার কণা, সাধারণ সম্পাদক অজয় বৈদ্য অন্তর।
উল্লেখ্য, সিলেটের তরুণ ব্যবসায়ী ও ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের মা জ্যােতি চন্দ (৬৮) গতকাল ২২ জুন সোমবার বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকার বাসায় বার্ধক্যজনিত রোড়ে মৃত্যুবরণ করেন।
এরপর রাতে সিলেটের চালিবন্দর এলাকার মহাশশ্মানঘাটে তার অত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মৃত্যুকালে জ্যোতি চন্দ স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনিসহ আসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।