মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক ▪️বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে ভাসুরের ছুরিকাঘাতে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকটিমের ভাসুর শফিক উদ্দিন বাড়িতে গৃহ নির্মাণের কাজ করাচ্ছেন।তিনি তার প্রবাসী ছোট ভাই আব্দুল মানিকের ঘরের একটি লিন্টার নিজের প্রয়োজনে আংশিক ভাঙ্গতে চাইলে তার ছোট ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগম(৪২) বাঁধা দেন। এ নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন উভয় পক্ষ।এক পর্যায়ে ভাসুর শফিক উদ্দিন উত্তপ্ত হয়ে একখানা চুরি দিয়ে স্বপ্না বেগম কে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় শফিক উদ্দিনের ছেলে মে,স্ত্রী সহ অন্য আসামিগন স্বপ্নার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।তবে বিয়ানীবাজার থানা পুলিশ আসামিদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।