মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ অপরাহ্ন
বন্যায় বেহুশ দশা
– পলাশ আফজাল
হাবু মামা ডুবু খেয়ে
আইছে শশুর বাড়ী
ঘরে তাগো কোমর পানি
রাস্তায় থাকে কি গাড়ি?
হাবু মামার বিষণ ক্ষিদা
চায় একটু খানি।
চারি দিকে চাইয়া দেখে
পানি আর পানি।
উগারে উঠিয়া দেখে
একটা ছাগল আছে।
কানে ধরে ছাগলটারে
নিল সে তার কাছে।
ঘাড়ে ধরে ছাগলটার
লেজে কামড় মারে।
মানুষ কি আস্তা ছাগল
চিবিয়ে খাইতে পারে!
তাই দেখে শশুর বলে
পাগল হইছ শালা।
জামাই বলে ও দুলাভাই
দিল মন নেই ভালা!
ছাগল খাওয়া পাপ নয়
মহাপাপ ঘুষে।
বন্যাজল দেখে তোমার
দোষ ধরেছে হুশে!
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।