বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
মাধবপুরে জালে আটকা পড়ল বিলুপ্ত প্রজাতির পেঁচা

মাধবপুরে জালে আটকা পড়ল বিলুপ্ত প্রজাতির পেঁচা

দর্পণ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়ির ছাদবাগানের জালে বিলুপ্তপ্রায় প্রজাতির বড় আকৃতির একটি পেঁচা আটকা পরে।

উপজেলার বেলঘর গ্রামের সৈয়দ ফরহাদের বাড়ির ছাদে আবাদ করা ফল ও সবজি বাগানের জালে সোমবার রাতে পেঁচাটি আটকা পরে।

সারারাত কুয়াশা ও প্রচন্ড শীতে পেঁচাটি দুর্বল হয়ে যায়। পরদিন (মঙলবার) সকাল ১০টায় ছাদে গিয়ে পেঁচাটি দেখতে পান ফরহাদ । খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী ভীড় জমায়। এর মধ্যে গ্রামের পশু ডাক্তার সৈয়দ শামীম এসে বিলুপ্ত প্রজাতির পেঁচাটি উদ্বার করেন। চিকিৎসা দিয়ে ও সেবা-যত্ন করে পেঁচাটিকে সুস্থ করে তুলেন তিনি।

পরে এটি অবমুক্ত করলে ডানা মেলে উড়ে যেতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।