বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবার জন্য নবনির্মিত আশাতলা কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকেল ২ টায় আনুষ্ঠানিক ভাবে এ ক্লিনিকের উদ্বোধন করেন হবিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ,বীর মুক্তি যোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম,উপজেলা প্রকৌশলী আফছার হোসেন খন্দকার,স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, মেডিকেল অফিসার ডাঃ নিয়াজুজ্জামান,স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি মিয়া খান , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি হুমায়ুন রশীদ জাবেদ, এমপির মিডিয়া সহকারী মহিবুর রহমান প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।