মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেফতার

হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেফতার

নিউজ ডেস্ক ◾অবশেষে ভারতে গ্রেপ্তার হয়েছেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

জানা যায়, আজ দুপুরে সুকুমার মৃধা নামে আইনজীবীসহ পিকে হালদারকে পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে সুকুমার মৃধার ৩টি বাড়িতে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংস্থা আর্থিক কেলেঙ্কারির তদন্ত করে থাকে।
পি কে হালদার ২০২০ সালে বিদেশে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন, মালিক ছিলেন বিভিন্ন বেসরকারি উদ্যোগের।

ব্যাংক বহির্ভূত ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।