মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে নিবেদিত সুরাইয়া পারভীন লিলির কবিতা

বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে নিবেদিত সুরাইয়া পারভীন লিলির কবিতা

বঙ্গমাতা ফজিলাতুন নেছা

সুরাইয়া পারভীন লিলি

তোমার শুভ জন্মদিনে তোমাকে
জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি,
বাঙালী নারীদের অহংকার তুমি
কি করে তোমায় ভুলি!

তুমি মহিয়সী নারী বঙ্গমাতা…
বেগম ফজিলাতুন নেছা
তুমি গেরিলা যুদ্ধের রানী,
জাগিয়ে তুলেছিলে বাংলার মানুষকে
রেখে গেছো অমূল্য বাণী।

প্রেরণা জুগিয়ে ছিলে বঙ্গবন্ধুকে
সাহস যুগিয়ে সকল কাজে,
দেশ প্রেমিকের দিয়েছো পরিচয়
হৃদয়ে শুধু বাঁজে।

তোমার স্মৃতি চারণে পথচলা আমার
হতে চাই তোমার আদর্শের নারী,
বাঁধা বিঘ্ন হঠাবো আমি
তাতে আসে আসুক ঝড় তুফান বারি।

ভয় পাই না কিছুতেই আমি
করি তোমার আদর্শকে স্মরণ,
দুর্নীতিবাজ করবো নিপাত
তাতে হয় হোক আমার মরণ।

অন্যায়ের সাথে করোনি আপোষ
দাঁড়িয়েছো তুমি রুখে,
পাকিস্তানের দালালরা তাই
মারলো গুলি তোমার বুকে ।

তুমি বঙ্গমাতা ছিলে বিশ্বের মাঝে
বঙ্গমাতা রবে চিরদিন,
তোমাকে ভুলিলে কি করে
মিটাবো বাঙালীর এত ঋণ।

লেখক::কবি ও মহিলা সম্পাদিকা,স্বর্নালী সাহিত্য পর্ষদ,সিলেট এবং নার্সিং অফিসার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।