শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
সিলেটে গনটিকা কার্যক্রম শুরু,নতুন রেজিষ্ট্রেশনের পাশাপাশি পূর্বের নিবন্ধিতরা পাবেন এই টিকা

সিলেটে গনটিকা কার্যক্রম শুরু,নতুন রেজিষ্ট্রেশনের পাশাপাশি পূর্বের নিবন্ধিতরা পাবেন এই টিকা

নিউজ ডেস্ক :: সারা দেশের ন্যায় আজ শনিবার সিলেটেও শুরু হয়েছে ওয়ার্ডভিত্তিক টিকাদান কার্যক্রম।সিলেট মহানগর সহ জেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত ওয়ার্ডে এ কার্যক্রম চলবে আরো ২ দিন।সেক্ষেত্রে জেলার ওয়ার্ডগুলোতে একদিন করে এবং মহানগরীর ওয়ার্ডগুলোতে টানা তিনদিন করে প্রতি দিন এ কর্যক্রম চলবে।
রোববার ও সোমবার নতুন রেজিষ্ট্রেশনের পাশাপাশি পূর্বে নিবন্ধিতরাও নিতে পারবেন কোভিড-১৯ ভ্যাকসিন। এর ফলে ভ্যাকসিন নেয়ার সুযোগ পেলেন নিবন্ধন করেও এসএমএস না পাওয়া প্রায় ১ লাখ নিবন্ধিত লোক।
সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত দেয়া হবে আজকের মত আগামী ২ দিন টিকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।