শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
‘সালাম সালাম হাজার সালাম’ গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা চলে গেলেন পরপারে

‘সালাম সালাম হাজার সালাম’ গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা চলে গেলেন পরপারে

নিউজ ডেস্ক :: ‘সালাম সালাম হাজার সালাম’ গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা চলেগেলেন পরপারে।এই গান ছাড়াও তিনি ছিলেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা।

এই গুণী গীতিকবি ফজল-এ-খোদা (৮১) আজ (০৪ জুলাই) ভোর আনুমানিক ০৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফজল-এ-খোদা ছিলেন একাধারে একজন কবি, ছড়াকার ও গীতিকার। তার রচিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি জায়গা করে নিয়েছে বিবিসি’র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায়। ১৯৬০-এর দশক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ফজল-এ-খোদা অসংখ্য দেশাত্মবোধক গান, আধুনিক গান, লোক সংগীত ও ইসলামী সংগীত রচনা করেছেন।

তিনি ছিলেন ঢাকা বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক ও শিশু-কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।