শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
করোনা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় ইউনিয়ন নির্বাচন স্থগিত

করোনা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় ইউনিয়ন নির্বাচন স্থগিত

দর্পণ ডেস্ক ; দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়  নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

(১ এপ্রিল) বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বুধবার চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণ হবে কি না তা জানতে বৃহস্পতিবার বৈঠকে বসে ইসি।

দেশের স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ও ১১ পৌরসভায় ১১ এপ্রিলের ভোটগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল। একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু বর্তমানে দেশের করোনা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচন হবে বলে জানিয়েছেন কে এম নূরুল হুদা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।