মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৮:৩৪ অপরাহ্ন
বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।
সোমবার (২৯ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতে আসামি নিপুণ রায় চৌধুরীকে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ। পরে আবেদনটির শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
ওইদিন রাতে র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, ২৭ মার্চ রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।