বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন চেয়ারম্যান নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক :: প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আটজন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান। মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০১৬ সালের প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৫৪ জন। ওই সময় প্রথম ধাপে ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছিল। সে তুলনায় এবার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হার বেশি। ওই সময় শতকরা ৭ দশমিক ৫৮ ভাগ প্রার্থী চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, এবার যা ১৯ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার থেকে প্রচারণায় নেমেছেন ইউপি নির্বাচনের প্রার্থীরা। ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এজন্য ব্যাপকসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

জানা গেছে, সব মিলিয়ে প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ হাজার ১৩৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে এক হাজার ৪২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে চার হাজার ১৮০ জন ও সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫২৮ জন প্রার্থী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।